প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন যুবক,

 


ফেনীতে শিয়াল জবাই করে মাংস বিক্রি করার অপরাধে গণি নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।


শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝি দিঘির পশ্চিম পাড়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে এমন আদেশ দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।


প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করের ওসমান গণি নামে এক যুবক ফেনী শহরের ব্যস্ততম এলাকা রাঝাঝির দিঘির পাড়ে শনিবার সন্ধ্যায় শিয়াল জবাই করে প্রকাশ্যে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। 


পরে কোর্ট বসিয়ে তাকে এ দণ্ডাদেশ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, শিয়ালের মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ মোতাবেক ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post