বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে হ্যামকো গ্রুপের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে ডাকাতদল প্রায় এক কোটি টাকার কাঁচামাল লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানের শ্রমিকরা জানান, শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫–২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ৭ নিরাপত্তাকর্মী ও ৪ শ্রমিককে বেঁধে রেখে গুদাম থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলেও নিয়ে যায়।
এসব মালামাল কাঁচামাল হিসেবে সংরক্ষিত ছিল।
হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ডাকাতদল রাত ৮টার দিকে প্রবেশ করে এবং প্রায় ৮ ঘণ্টা অবস্থান শেষে ভোর ৪টার দিকে মালামাল নিয়ে যায়।’
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, রোববার (৫ জুলাই) ভোরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতদল মালামাল নিয়েতদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। কম্পানি লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ গেছে।

Post a Comment