প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
জনৈক ব্যক্তির নিকট আমাদের মসজিদের কিছু টাকা ছিল। সে তা থেকে কিছু টাকা তার নিজের কাজে ঋণ হিসেবে খরচ করেছে। এভাবে ঋণ হিসেবে মসজিদের টাকা খরচ করা জায়েজ হয়েছে কি না? শরিয়তের দৃষ্টিত এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
-আবুল হাসান - জামালপুর
উত্তর
ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
মসজিদের টাকা কর্তৃপক্ষের নিকট আমানত হিএ টাকা ঋণ হিসেবে খরচ করাও না জায়েজ। সুতরাং যত দ্রুত সম্ভব মসজিদের টাকা আদায় করে দিতে হবে এবং আল্লাহর দরাবারে ক্ষমা চাইতে হবে।
-ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৭৯; আলমুহীতুল বুরহানী ৯/১৫৩; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৫৫
সুত্র: আলকাউসার,সেবে থাকে।
00:01
Post a Comment