মেয়ের মৃত্যুর চল্লিশা উপলক্ষে বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন চলছিল। পরিবারের সবাই অপেক্ষায় ছিলেন বাড়ির কর্তা জালাল আহমেদের (৫৫) জন্য। কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে
শুক্রবার (২ মে) সাভারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের লংকারচরে সরকারি রাস্তার মেরামত কাজ তদারকি করছিলেন স্থানীয় মেম্বার জালাল আহমেদ।
.কাজ পর্যবেক্ষণ চলাকালীন হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি বাড়িতে যান এবং সেখানে হঠাৎ পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালাল আহমেদ ছিলেন আট ভাই-বোনের মধ্যে চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানাজা শেষে শুক্রবার বিকেল ৩টায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মেয়ের চল্লিশা, অন্যদিকে বাবার মৃত্যু একই দিনে দুই প্রিয়জনকে হারিয়ে পরিবারটি এখন ভেঙে পড়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে জালালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
Post a Comment