আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু


 

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


বিষয়টি নিশ্চিত করেন জামেয়া দারুল মা‌আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা এনামুল হক মাদানি।

তিনি জানান, আল্লামা সুলতান যওক নদভীর জানাজার নামাজ শনিবার বিকাল ৪টায় চট্টগ্রামের জামেয়া দারুল মা‌আরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাকে আইসিইউতে রাখা হয়েছে।

 

উল্লেখ্য, সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post