অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি

 


ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি মাঠে বা মাঠের বাইরে যা করেন তাই সমালোচনার তৈরি হয়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে গেছে। বৃহস্পতিবার (১ মে) ছিল আনুষ্কা শর্মার জন্মদিন। এদিন সামাজিকমাধ্যমে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেন বিরাট কোহলি। সে দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন কোহলি। সেই পোস্টটি অবনীত নিজে করেননি। তার ভক্তদের পেজে করা হয়। তবে কোহলির দেওয়া সেই ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। 

অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে আনুষ্কাকে ট্যাগ করেন। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে সামাজিকমাধ্যমে ব্যাখ্যা দিতে বাধ্য হন ভারতীয় দলের সাবেক অধিনায়ক কোহলি।  


এই বিষয় নিয়ে কোহলি লেখেন, ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে কিছু একটা ঘটে গিয়েছে। এর পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সকলকে অনুরোধ, এই বিষয়টি নিয়ে অকারণ চর্চা বন্ধ হোক। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারবেন। ধন্যবাদ।

উল্লেখ্য, আইপিএলে ব্যাট হাতে বেশ ভাল সময় যাচ্ছে কোহলি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬৩.২৮ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। ছ’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। ১০ ম্যাচ খেলে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বেঙ্গালুরু। প্লে-অফে ওঠার দৌড়ে প্রথম সারিতে রয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post