বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বুধবারের (২১ মে) মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হলে আসলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে তার সমর্থকরা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান।
একইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়ন।
এদিন সকাল ১০টা থেকেই ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করেন ঢাকা মহানগরের আন্দোলনকারীরা। নগর ভবনের সামনেই অবস্থান নেন তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানাবিধ শ্লোগান দেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করা হয়।
আন্দোলনকারীরা সকাল থেকে গুলিস্তান-বঙ্গবাজার সড়ক বন্ধ করে ‘ঢাকাবাসী’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে, গতকাল সোমবার (১৯ মে) ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারী। সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গমার্কেট এলাকা ব্লকেড করেন তারা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। কার্যত সকাল থেকেই অচলাবস্থা ছিল নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকা।
গত শনিবার এবং রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন। ইশরাক হোসেনকে মেয়রের শপথের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
Post a Comment