শেখ হাসিনার সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে: দুদক চেয়ারম্যান

 


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচনের সময় যে সম্পদ বিবরণী দিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে যে সম্পদের বিবরণ দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে অমিল রয়েছে। শেখ হাসিনার সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছেদুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সন্তান, বোন ও বোনের সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দুয়েকটি মামলা অনুসন্ধানে রয়েছে। কেবল সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্য নন, অনেকের সম্পদের অনুসন্ধান করছে দুদক। কারও কারও ক্ষেত্রে প্রমাণও হয়েছে, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে মামলাও হয়েছেআজ রোববার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এর আগে তিনি গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 


দুদক চেয়ারম্যান বলেন, ‘বৈষম্যের সূত্রপাত দুর্নীতির মাধ্যমে ঘটছে- আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে এই জায়গাতে এসেছি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিলো একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। দুর্নীতিই বৈষম্যের সৃষ্টি করে। কাজেই এই দুর্নীতি যত কমিয়ে আনা যায় বৈষম্য ততো কমে আসবেদুদক ছাড়াও জেলার বিভিন্ন অফিস প্রধানের উদ্যোগে মাসে অন্তত একবার সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানি আয়োজনের তাগিদ দেন দুদক চেয়ারম্যান। এতে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও মৌলভীবাজার পুলিশ সুপার একেএম জাহাঙ্গীর হোসেন।।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post