জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।’
গত ২৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনিআজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।”
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন সিইসি
বুধবার ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব বলেন।সি।।

Post a Comment