রাজধানীর গুলশান এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। অপরজন শিশু হওয়ায় তার নাম, পরিচয় ও গ্রেপ্তারের ছবি দেয়নি পুলিগ্রেপ্তারদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য দেন।
তিনি বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা এর আগেও ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা নেয় বলে অভিযোগ পাওয়া গেশনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে ওই বাসা থেকে তাদের আটক করা হয় জানিয়ে তিনি বলেন, পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
‘সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ ব্যক্তি। তবে তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। এর কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে।
আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটির তদন্ত চলছে।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর গুলশান ২ নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদেরগ্রেপ্তার করি।ছে।শ।
Post a Comment