সেই শিক্ষিকা মাহরীন চৌধুরীকে নিয়ে গোপন তথ্য দিলেন: পিনাকী


 

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী (৪২)। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।


পিনাকী লিখেছেন, ‘যদিও উনি কার আত্মীয়—তা আসলে তেমন প্রাসঙ্গিক নতবে ভালো লাগলো যে আমরা কেউ তাকে চিনি না, তবু তার এই ত্যাগ হৃদয় ছুঁয়ে গেল। জিয়া পরিবারের সদস্যরা শেখ পরিবারের মতো নন। এমনকি জিয়াউর রহমানের ভাইয়ের নামও আমরা জানি না। আর দেখুন এই শিক্ষিকার বীরোচিত ভূমিকা—ছাত্রছাত্রীদের বাঁচিয়ে তিনি নিজে জীবন দিলেন।তিনি আরও লিখেছেন, ‘শেখ পরিবার আর জিয়া পরিবারের পার্থক্য এখানেই। এখানেই শহীদ জিয়া শেখ পরিবারের থেকে আলাদা। এ দেশ আজও শহীদ জিয়ার মতো মানুষের জন্য কৃতজ্ঞ। আল্লাহতায়ালা যেন শহীদ জিয়া ও তার এই ভাতিজিকে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করেন এবং মাহেরীন চৌধুরীর এই মৃত্যু যেন শহীদি মর্যাদা লাভ করে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post