চা বিক্রি করছেন অপ্সরার মতো এক তরুণী, ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ভাইরাল


 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই তরুণী। রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান তাঁর। দিনরাত সেখানে চা বানিয়ে বিক্রি করেন তিনি। শুধুমাত্র রূপবতীই নন, তাঁর নম্র, ভদ্র আচরণ মুগ্ধ করেছে সকলকেই। সকলের সঙ্গে মিষ্টি ব্যবহার করেন। কখনও কথা কাটাকাটিতে জড়ান না।চায়ের দোকানে উপচে পড়ছে ভিড়। শুধু চা খেতে নয়। বরং চায়ের দোকানের মালিককে দেখে চোখ সরছে না কারও। তাঁর ছবিই এবার ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। মোহময়ী তরুণীর রূপ দেখে সকলেরই মত, নায়িকাদেরও হার মানাবেন তিনি।ছবিতে দেখা গেছে, তরুণীর পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ। সাদা রঙের ওড়না। ছোট্ট কালো টিপ কপালে। বব কাট চুল। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। তাঁর মিষ্টি হাসি রীতিমতো ঝড় তুলেছে পথচলতি সাধারণ মানুষ থেকে নেটিজেনদের বুকেও। জানা গেছে, তরুণী নেপালের বাসিন্দা। কাঠমান্ডু শহরের উপরে রাস্তার ধারেই তাঁর ছোট্ট চায়ের দোকান রয়েছে।ছবি দেখে একজন লিখেছেন, ‘মহাকুম্ভের মোনালিসার মতোই এবার এই তরুণীকে বড়পর্দায় আনা হোক।’ আরেকজন লিখেছেন, ‘ও শুধুমাত্র স্নিগ্ধ, সুন্দর, তাইই নয়। খুব পরিশ্রমীও।’ আরেকজন লিখেছেন, ‘এবার ভাইরাল হলে, বড়সড় চায়ের দোকান খোলা উচিত।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post