দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বরাবরের মতো এবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। মাদ্রাসার ঢাকা মেইন ক্যাম্পাস, টঙ্গী ক্যাম্পাস এবং মাতুয়াইল মহিলা ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে।
ফলাফলের বিস্তারিত দেখা যায়, যাত্রাবাড়ী মূল ক্যাম্পাস থেকে জিপিএ ৫ পেয়েছে ১৫১ জন ছাত্র-ছাত্রী। প্রায় সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতকরা ৯৮ শতাংশ। টঙ্গী ক্যাম্পাসের ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। এই ক্যাম্পাসে পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। মাতুয়াইল মহিলা ক্যাম্পাস থেকে ১৩০ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে এবং এখানে পাসের হার ৯৬ শতাংশ।
Post a Comment