স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়েছেন স্বামী

 


গাজীপুরের শ্রীপুরে পলাতক স্বামী মিজানের বিরুদ্ধে স্ত্রী মারুফাকে (৩৫) হত্যার অভিযোগ ওঠে। স্ত্রীর মরদেহ বিছানায় রেখে ঘরের ভেতর আগুন দেওয়ার পাশাপাশি বাড়ির গেইটে তালা দিয়ে পালিয়ে যান মিজান।


গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘরে আগুন দেখে স্থানীয়রা তালা ভেঙ্গে আগুন নিভিয়ে বিছানায় মারুফার মরদেহ দেখতে পান। 


জানা গেছে, নিহত মারুফা পার্শবর্তী কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে। আর স্বামী মিজান উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দণবপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেল।


স্থানীয়রা বলেন, ‘রাত ৩টার দিকে ওই বাড়িতে আগুন দেখতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘর তালা বন্ধ। আমরা তালা ভেঙ্গে আগুন নিভিয়ে দেখতে পাই খাটের ওপর মারুফার লাশ পড়ে আছে। আমরা পুলিশে খবরনিহতের ছোট ভাই আবু তাহের বলেন, ‘আমি একটু দূরে থাকি। মিজান ও মারুফার মধ্যে পারিবারিক কলহ ছিল। মারুফা একটি কারখানায় চাকুরি করতো। দুলাভাই স্থানীয় ইন্দ্রবপুর বাজারে ওষুধ ব্যবসা করতেন। মারুফা পরকিয়ায় আসক্ত এমন সন্দেহ করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। আমার বোনের দুই ছেলে মেয়ে চট্রগামে থাকে। বাড়িতে শুধু তারা দুজনই থাকতেন। গত ১৫ দিন ধরে মিজান আমার বোনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। এক পর্যায়ে শনিবার রাতে আমার বোনকে হত্যা করেন তার স্বামী। বিছানায় মরদেহ রেখে ঘরের ভেতর আগুন দেন। এরপর বাইরে থেকে ঘর ও বাড়ির গেইট তালাবদ্ধ করে পালিয়ে যান।’


নিহতের ছোট বোন কুলসুম অভিযোগ করে বলেন, ‘দুলাভাই আমার বোনকে পারিবারিক কলহের কারণে পরিকল্পিতভাবে হত্যা করে। ঘটনা ধামাচাপা দিতে ঘরে আগুন দিয়ে বাইরে থেকে ঘর ও গেইট তালা বদ্ধ করে পালিয়ে যান।’


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আ. বারিক জানান, ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে আগুন দিয়ে নিহতের স্বামী মিজান পালিয়ে গেছেন। এ বিষয়ে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেই।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post