রাজশাহীতে বজ্রাঘাতে ১৩ মহিষের মৃত্যু

 

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে বজ্রাঘাতে ১৩টি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চৌমাদিয়ার বাংলা বাজার চরের বাতান বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, উপজেলার পদ্মার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের রকমত আলী শেখের ছেলে নবি আলী শেখ চৌমাদিয়ার বাংলাবাজার চরের বাতান বাড়িতে মহিষ রাখা ছিল। শনিবার সারা রাত বৃষ্টি ও বজ্রপাত হবজ্রাঘাতে ১৩টি মহিষের মৃত্যু হয়। মহিষের মালিক নবি আলী শেখ দাবি করেন, ১৩টি মহিষের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়া চরের সদস্য আবদুর রহমান বলেন, নবি আলী শেখ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছুদিন আগে তার বাড়ি পদ্মাগর্ভে চলে গেলে বাংলা বাজার এলাকায় মহিষ রাখার বাতান বাড়ি তৈরি করেএখানে সে সারাদিন মাঠে মহিষ চরাইয়ে রাতে বাতান বাড়িতে রাখে। শনিবার রাতে বজ্রাঘাতে তার ১৩টি মহিষ মারা গেছে।।য়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post