জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে রাজধানী পরিবহনের ২৫টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আটক হওয়া এ সকল বাস রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন স্থানে।
ভুক্তভোগী শিক্ষার্থীর হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী।
হালিমা খাতুনের সহপাঠীরা জানায়, বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা এলাকায় রাজধানী পরিবহণের একটি চলন্ত বাস থেকে হালিমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান এবং তার পা মচকে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বলেন, ‘সন্ধ্যায় আমি টিউশন শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে যাওয়ার সময় বাসচালকের সহায়ক আমাকে জিজ্ঞেস করেন, কোথায় যাব? আমি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিবিশ্ববিদ্যালয়ের নাম শুনে তিনি আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানান। আমি উঠার চেষ্টা করলে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। এতে আমা পা মচকে গেছে। এখন হাসপাতালে অবস্থান করছি।
’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমাদের শিক্ষার্থীর সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সঙ্গে ইতোমধ্যে বাস মালিকের কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হবে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’দ্যালয়।
Post a Comment