২০২৫ সাল ৫ ধরনের মানুষের ভালো কাটবে, ভবিষ্যৎবাণীতে যা বলেছেন বাবা ভাঙ্গা

 ২০২৫ সাল ৫ ধরনের মানুষের ভালো কাটবে, ভবিষ্যৎবাণীতে যা বলেছেন বাবা ভাঙ্গা



২০২৫ সালে পা রাখার পালা। আর নতুন বছর আসলেই সবার মনে প্রশ্ন জাগে, কেমন কাটবে নতুন বছর! আর নতুন বছর মানেই যেন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। বাবা ভাঙ্গার উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে ৯/১১-য় আমেরিকার টুইন টাওয়ারে হামলা। প্রিন্সেস ডায়ানার মৃত্যু, করোনার হামলা। সেই বাবা ভাঙ্গাই বলে গেছেন যে, ইউরোপের ভেতরে নানা অশান্তি ও অস্থির পরিস্থিতি তৈরি হবে। আর অবস্থা এমন দাঁড়াবে যে, প্রচুর প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে।


তবে সব যে খারাপ হবে, এমনটা একেবারেই নয়। বরং ২০২৫ সালে বিজ্ঞানের উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে ক্যানসারের ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে। জানা গিয়েছে, মারণ রোগের ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে বড় ব্রেক ব্রেক থ্রু পাবেন বিজ্ঞানীরা। ফলে আর কোনো ভয় থাকবে না ভবিষ্যতে।


তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীটি নিঃসন্দেহে ভিন গ্রহের প্রাণীদের সাক্ষাৎ পাওয়া। অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ হবে পৃথিবীর মানুষের। এখন প্রশ্ন হল, এই এলিয়েনরা পৃথিবীবাসীর বন্ধু হবে না শত্রু! মানে মানুষের ক্ষতি করবে নাকি আরও উন্নতির পথ করবে প্রশস্ত?


বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ভিন গ্রহের প্রাণীর সঙ্গে এই সাক্ষাৎ নাকি মোটেও ভালো হবে না। আসলে এটাই তিনি পৃথিবীর ধ্বংসের শুরু বলে জানিয়ে গেছেন। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ ৫০৭৯ সালের আগে পৃথিবী ধ্বংস হবে না বলেই জানা যাচ্ছে। অর্থাৎ হাতে রয়েছে অনেকটা সময়।


আর যে কথা না বললেই নয়, ২০২৫ বিশেষ শুভ হবে ৫ রাশির জন্য। আর তা হলো- কুম্ভ, মেষ, বৃষ, মিথুন ও কর্কট। আর্থিকভাবে স্থিতিশীল থাকবে এই রাশির জাতক/জাতিকারা। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসা বাড়বে। এমনকি, লটারি জেতারও সম্ভাবনা থাকবে।

Post a Comment

Previous Post Next Post