মিরপুরে বাজারের ব্যাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
রাজধানীর পল্লবী থানায় একটি বাজারের ব্যাগ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে পল্লবী থানা পুলিশ।
জানা যায়, ৬ ডিসেম্বর দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল মিরপুর-১২ থেকে দিয়াবাড়ি যাওয়ার পথে মেট্রোরেলের ১২৪ নম্বর পিলারের কাছে যায় থানার একটি টিম। সেখান থেকে শিশুটিকে মৃত ও জখমপ্রাপ্ত অবস্থায় বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয়।সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সময় উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে শিশু বাচ্চাটিকে কেউ চিনেন না বলে জানান।ছবিতে প্রদর্শিত মৃত শিশুকে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ০১৩২০–০৪১১৮৫ ও ডিউটি অফিসারের ০১৩২০–০৪১১৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment