গাজীপুরের টঙ্গীতে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ওপর একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বিকে একই মাদ্রাসার শিক্ষার্থী ভূইয়া মামুন গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশের বাশপট্টিতে ডেকে নিয়ে যান। ফজলে রাব্বি পৌঁছানোর পর তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেঘটনার পর রাত ৮টায় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার প্রধান ফটক থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে মাদ্রাসার প্রধান ফটকের সামনে সমাবেশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।ন।

Post a Comment