যেভাবে চলন্ত বাসে নারীদের শ্লীলতাহানি ও লুটপাট

 



নাটোরে রাজশাহীগামী একটি চলন্ত বাসে লুটপাট ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার রাতের এ ঘটনায় বাসের চালকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশগ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর বোয়ালিয়া থানার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে ও বাসের চালক বাবুল আলী, রাজশাহীর সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে ও বাসের সুপারভাইজার সুমন ইসলাম এবং রাজশাহীর পূর্ব কাঠালিয়া গ্রামের আঙ্গুর মন্ডলের ছেলে ও বাসের হেলপার মাহবুব মন্ডল।গতকাল বুধবার তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, গত সোমবার রাতে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠেন। বাসটি টাঙ্গাইল পৌঁছালে নতুন ওঠা যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ডাকাতেরা যাত্রীদের লুটপাট ও দুই নারী যাত্রীকে 



শ্লীলতাহানি করে। এরপর মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায় তারা। পরের দিন মঙ্গলবার সকালে বাসটি নাটোরের বড়াইগ্রাম এলাকায় এলে যাত্রীরা বাসটি আটকের জন্য থানায় খবর দেতিরিক্ত পুলিশ সুপার জানান, এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ঘটনার সাথে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায় থাকতে পারে। এ জন্য তাদেরকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কোনো মামলা দায়ের না করলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন।য়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post