নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে খামারিকে ঘরে আটকে রেখে গোয়ালঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাতটি গরু দগ্ধ ও একটি বাছুরের মারা
গেছে। আজ সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোন্দলপুর গ্রামের ৬নং ওয়ার্ডে কালামিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত খামারি মো. শাহজাহান জানান, গত ২০ বছর ধরে তিনি গরুর খামারের মাধ্যমে জীবিকানির্বাহ করে আসছেন। বর্তমানে তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রোববার রাতে গরুর দুধ দোহনের পর খামার বন্ধ করে
নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাত ২টার দিকে খামারে গরুর ডাক শুনে জানালা দিয়ে দেখেন খামারে আগুন জ্বলছে।এসময় গরুগুলোকে বাঁচানোর জন্য তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেও দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজাগুলো বন্ধ করে রাখায় না সম্ভব হয়নি। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাইরে দিয়ে লাগানো ঘরের দরজা খুলে দিলে তারা ভেতর থেকে বের হন। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর আগেই
খামারে থাকা ৮টি গরু দগ্ধ ও গোখাদ্য পুড়ে যায়। এরমধ্যে একটি গরুর বাছুর রাতেই মারা যায়।শাহজাহানের অভিযোগ, জমি নিয়ে একই বাড়ির এক পক্ষের সাথে তার বিরোধ চলছে। তারা গত কয়েকদিন থেকে তাকে হুমকি দিয়ে আসছে। এর জেরে তারা খামারে আগুন দিতে পারে বলে ধারণা।

Post a Comment