অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন। যাতে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে।’আজ রোববার বিকেলে নেত্রকোণা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির দণ্ড দিয়ে নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল। আমি আপস করিনি। মাথানত করিনি। আমি সত্যের পথে ছিলাম। এখনো আছি, অভিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। তারা চেয়েছিল আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে। কিন্তু আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় আজ আবার আপনাদের সামনে ফিরে এসেছি।’বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন। যাতে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে।’খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়ার জন্য তাকে অনেক চাপ দেওয়া হয়েছিল জানিয়ে সাবেক এই স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব ও জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করি নাই বা কাউকে করতে দেইনি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের দোয়ায় আল্লাহ যদি রহমত করেন বাংলাদেশের জনগণের স্বার্থ ও সার্বোভৌমত্ব ভুলুণ্ঠিত হবে দিব না।’বাবর আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ অন্যরা।

Post a Comment