যে কারনে কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত ১ আহত অনেকে

 


কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বিমানবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 


নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।


নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। 


সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ 


এ বিষয়ে বিমানবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তবে আইএসপিআর জানিয়েছে, বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post