স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার নগরীর টাউন হলের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ ন
এ সময় শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, সব ধর্ষণ মামলা দ্রুত সময়ে নিষ্পত্তি, ধর্ষণের সর্বনিম্ন সাজা মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে ধর্ষকের জামিন নিষিদ্ধ করার আইন বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে গত শুক্রবার মিঠাপুকুরে অভিযুক্ত ধর্ষক রুহুল আমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
শিক্ষার্থী আফরিন নাহার বলেন, ‘ঘর থেকে এক হাত দূরে গেলে আমরা মেয়েরা নিরাপদ নই। এক দেশ দুইবার স্বাধীন হয়ে কী লাভ? যদি নিশ্চিন্তে পথ চলতে না পারি। ধর্ষণ, যৌন হয়রানির শিকার হই। আমরা ধর্ষকদের ফাঁসি চাই। যাতে করে কেউ আর এমন অপরাধ করতে না পারে।’

Post a Comment