বিয়ের বাজার করে ফেরার পথে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

 বিয়ের বাজার করে ফেরার পথে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন ও মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে চাচাত ভাই মো. তানভীর সোহেবকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বর শাহ আলম ওরফে সামায়ন। পথিমধ্যে তারা নুরপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. তানভীর সোহেব মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বর শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শাহ আলম ওরফে সামায়নের বিয়ের দিন ঠিক ছিল। এজন্য সে বিকেলে শায়েস্তাগঞ্জ শহরের বিয়ের বাজার করে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সে আহত হয়। পরে সিলেট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post