যেভাবে মাঝ নদীতে আটক শ্রমিকলীগ নেতা

 


নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ইউনিয়ন শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অন্যতম আসামি। 


গ্রেপ্তারকৃত নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে। 


পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে নেমে যায়। এক পর্যায়ে নদীর থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।


হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাহের আলী জানান, আমরা গিয়ে নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post