নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা


 

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। জুলাই অভুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে এসে তিনি এমন কাজ করেন। প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে তিনি পিনজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার কয়েক বছর আগে কাকাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেছিলেন। 


রোববার (২৭ এপ্রিল) সকালে তিনি লোকজন দিয়ে এ দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জ জেলায় চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়। সামজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানারকম মন্তব্য। 

নজুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিনজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মামা সাবেক ধর্মপ্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর প্রভাব খাটিয়ে তিনি পিনজুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এ নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বিগত দিনে আমি যার দল করেছি, সে আদর্শচ্যুত হয়ে দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ওই দল আর আমি করবোনা। সে দেশে ফিরে আসলেও আমি আর আওয়ামী লীগ করবোনা। যে কারণে নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেছি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post