আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুজন ছুরিকাহতসহ ৫ জন আহত হয়েছে।আজ বুধবার বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। আহতদের শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসারা জন্য নেওয়া হয়।আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৫টা থেকে এই বিক্ষোভ মিছিলে যোগ দিতে ধীরে ধীরে সমাবেশে আসতে শুরু করেন দলটির সমর্থকরা।এ সময় সংগঠনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধসহ, হতাহতদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বলে দাবি করেন।সমাবেশে সারজিস আলম বলেন, গেলো আওয়ামী শাসনে বগুড়া নানাভাবে সু্যোগ-সুবিধা বঞ্চিত হয়েছে। আর যেন বঞ্চিত না হয় এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তিনি।সমাবেশস্থলে এনসিপি'র উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকটি পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় হওয়া এ সংঘর্ষে দুজনকে ছুরিকাঘাত করা হয়। আহত হন আরও তিনজন। পরে আহতদের শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত থাকলেও তাদের নিষ্ক্রিয় দেখা যায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলার এনসিপির এক সংগঠক ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে আজকে মূলত আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে এনসিপি। সেখানে যখন সারজিস আলম বক্তব্য দেওয়া শুরু করেন তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মাহমুদুল হাসানের অনুসারীরা সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এরপর এনসিপির নেতাকর্মীরা তাদের সমাবেশস্থল থেকে বের করে দেয়। এই নিয়ে সামান্য সংঘর্ষ হয়।’
তিনি দাবি করেন, ‘সংঘর্ষে জড়িত বৈষম্যবিরোধীরা এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের অনুসারী।’
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন দাবি করেন, সংঘর্ষ এবং ছুরিকাঘাতের ঘটনা সমাবেশস্থলের বাইরে ঘটেছে। তিনি বলেন, ‘আর সে সময় সারজিস আলম বক্তব্য দিচ্ছিলেন। আমরা খবর পেয়েছি ৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বক্তব্য শেষে সারজিস আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে এনসিপি।
Post a Comment