কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক ।
তিনি বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিন যুবক নিহত হয়েছে।
ওসি জানান, মাধবপুর এলাকায় রেললাইনে তিন যুবকের কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে তারা যে কোনো ট্রেনের নিচে পড়ে নিহত হন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে জিআরপি পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
00:01
Post a Comment