সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে কারাগারে

 


সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্তদের তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন- সলঙ্গা থানা এলাকার চরিয়া কান্দি পাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।ওসি মোখলেসুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর যাবৎ অভিযুক্তদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। বাবা ও ছেলের ধর্ষণে ভুক্তভোগী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। পরে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post