২২ বছরের দাম্পত্যজীবন, প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

 


ফরিদপুরের বোয়ালমারীতে সৌদি প্রবাসী আমিনুর মোল্যার স্ত্রী রানী বেগমের বিরুদ্ধে প্রায় ১২ লাখ টাকার সমমূল্যের নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা বাদী হয়ে রানী বেগমসহ দুই জনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।


রোববার (২৭ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।


স্থানীয়রা জানান, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্যা। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আমিনুর। প্রায় ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত।

গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন রানী বেগম। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ দিকে নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফা তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।


ভুক্তভোগী আমিনুর মোল্যা বলেন, ২২ বছরের দাম্পত্যজীবন ছিল। ‌আমার সুখের সংসার ছিল। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।


এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বেসঙ্গে তদন্ত করছি।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post