বিদেশি বিনিয়োগ আসবে কবে থেকে, জানালেন নাহিয়ান রহমান

বিদেশি বিনিয়োগ আসবে কবে থেকে, জানালেন নাহিয়ান রহমান

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ কী পরিমাণ বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হেড অব বিজনেস নাহিয়ান রহমান। আগামী সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। নাহিয়ান রহমান বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা অবসান চান বিদেশি বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগে স্বস্তি আনতে দাপ্তরিক ভোগান্তি দূর করা হচ্ছে।’

বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগের পরিমাণের চেয়ে একটি পাইপলাইন তৈরি করাই বড় লক্ষ্য বলে জানিয়ে তিনি বলেন, ‘বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে। বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ তরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে।’

নাহিয়ান বলেন, ‘তবে সেসব বিনিয়োগকারী সমঝোতা সই করেছেন তাদের কাছ থেকে ১৮-২৪ মাসের বিনিয়োগ নিশ্চিত করা হবে।’

এবারের আসরে ৪০০ থেকে ৪৫০ জন বিনিয়োগকারী প্রতিনিধি অংশ নিয়েছেন বলেও জানান নাহিয়ান।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post