নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 


নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহিম এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি আইনজীবী রুহুল আমীন তালুকদার টগর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জরিমানার অর্থ পাবেন ভুক্তভোগী শিক্ষার্থী।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যরাতে মোবাইল ফোনে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেদী। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন।মামলার পর পুলিশ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post