পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ


যশোরে নিখোঁজের পরদিন পুকুর থেকে মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বাড়ির পাশের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত।


নিহত তানভির হাসান নিশান (১৪) যশোর সদর উপজেলার রামনগরের ভাটপাড়া এলাকার খাইরুল বাশারে ছেলে। সে ভাটপাড়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 


স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রোববার রাত ১০টা ৩০ মিনিটের দিকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিশানের মোবাইল ফোন নম্বর থেকে কল করে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং কিছুক্ষণ পর ফোন কেটে দেয়। এ ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে সোমবার দুপুরে বাড়ির কাছের পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে কিছু ধাক্কা লাগলে সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে চাপা দেওয়া অবস্থায় নিশানের মরদেহ উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী কিশোরের হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা ছিল এবং মরদেহ পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, মুক্তিপণ না পেয়ে নিশানকে হত্যা করা হতে পারে।


যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post