সাতক্ষীরায় বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

 


সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশুসন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলচালক স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার বিশ্বাস।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৬) ও তাদের শিশু ছেলে সৌরভ সাধু (২)। 


আহতরা হলেন, স্বামী অপূর্ব সাধু (৩২) ও তার মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫)। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, অপূর্ব সাধু তার স্ত্রী-সন্তান নিয়ে পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১২টায় পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌঁছায়। সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 


সময় বাসের চাকায় পিষ্ট হয়ে রিতা সাধু ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি সাধু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।


এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post