বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে ২৭ বাংলাদেশিকে আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাকির হোসেনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, প্রতারক চক্রের মূলহোতা জাকির হোসেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দিত।
এরপর ভুক্তভোগীদের টুরিস্ট ভিসায় আফ্রিকার লিবিয়া ও নাইজারে নিয়ে গিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালাত। জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতো। পরবর্তীতে লিবিয়া দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরত পাঠানো সম্প্রতি, ভুক্তভোগী ইয়াকুব আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই মাঠে নামের র্যাব। এ চক্রের মূল হোতা জাকির হোসেন বাংলাদেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায়ে নওগাঁ জেলার রানীনগর থানার সিংড়ায় এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ সময় ভুক্তোভোগী ইয়াকুব আলী বলেন, তাকে ইতালিতে চাকরি দেয়ার বলে আফ্রিকার দেশ তিউনিসিয়া নিয়ে গেলে নির্যাতন করে ৪০ লাখ টাকা আদায় করে। এভাবে তারা অনেক মানুষের থেকে টাকা আদায় করে মুক্তিপন আদায় করে দূতাবাসের সাহায্যে দেশে পাঠিয়ে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।হয়।
Post a Comment