গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাঁহ মাঠে স্থানীয় গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নুরুল হক নুর বলেন, বিএনপি-জামায়াতের ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আসুন আমাদের সুযোগ এসেছে, আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা গণ অধিকার পরিষদ তরুণ যুব নেতৃত্বের মধ্যে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকারের সাংগঠনিক সম্পাদক এ্যাড, ফিরোজ আহম্মেদ মুন্সী। বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মা
Post a Comment