রোবট কুকুরের জন্য মামলা খেলো বিসিসিআই

 


প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব। যার প্রভাব সব কিছুতেই পড়তে শুরু করেছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নন। ফুটবল থেকে শুরু করে ক্রিকেটসহ এখন সব খেলা প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে। কয়েক দশক ধরে ক্রিকেট মাঠে দেখা যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া। যার ফলে মাঠে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত দিতে অনেক সহজ হয়েছে, আবার আম্পায়ারদের দেওয়া সেই সিদ্ধান্তে মাঠে সন্তুষ্ট থাকতে দেখা গেছে খেলোয়াড়দেরও। আইপিএলের চলমান আসরে বেশ আলোচনায় ছিল অনেকটা কুকুরের মতো দেখতে রোবট ‘চম্পক’।


এবার চম্পককে নিয়ে আইনি ঝামেলায় পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মূলত রোবটির নাম চম্পক রাখায় দিল্লির একটি প্রকাশনী প্রতিষ্ঠান মামলা দায়ের করেছে।


শিশুতোষ পত্রিকা ‘চম্পক’–এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন বিসিসিআইয়ের বিরুদ্ধে করা মামলার শুনানির দিন রাখা হয়েছে ৯ জুলাই। প্রকাশনী সংস্থাটি অবশ্য বিসিসিআইয়ের ওপর ‘চম্পক’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আবেদন করেছিল। তবে  বুধবার (৩০ এপ্রিল) দিল্লির উচ্চ আদালত ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। 


আদালতের পক্ষ থেকে বলা হয়, আইপিএলের ২০২৫ আসর থেকে চালু করা ‘চম্পক’-এর নামটি বিসিসিআই নিজেরা বেছে নেয়নি। এটি মূলত অনলাইনে একটি জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। এই রোবটিক কুকুরটি ডব্লিউটিভিভিশন ও ওমনিক্যাম–এর যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছিল। যা আইপিএলের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের জন্য ব্যবহার করা হয়। চম্পক নামের এই রোবটিক কুকুর ইতোমধ্যে দর্শকের গ্রহণযোগ্যতাও পেয়েছে।


চম্পক পত্রিকাটির আইনজীবী অমিত গুপ্ত বলেছেন, ‘ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএলে অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। কিন্তু ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয় চম্পকের নামে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে। অথচ ওই নামের পত্রিকার চরিত্রগুলোর সবই বিভিন্ন পশু। এই ক্যামেরাটিও কুকুরের আদলে তৈরি। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।’


বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বাণিজ্যিক উপাদান কোথায় আছে? তারা এটা যেকোনো কারণে ব্যবহার করছে, কিন্তু এটি খুব প্রাথমিক পর্যায়। এটা এআই দিয়ে তৈরি কুকুর এবং নামটি দর্শকদের ভোটে নির্ধারণ করা হয়। এটা বিসিসিআইয়ের পছন্দ নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ। চম্পক ম্যাগাজিন একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই নাম ব্যবহার করছে। আরও জনপ্রিয় টিভি সিরিজেও এই নাম ব্যবহৃত হয়েছে।’


যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটে যুক্ত করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। নতুন প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে পিছিয়ে নেই আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার নতুন এক প্রযুক্তির ব্যবহার দেখা গেল।


চলমান আইপিএলে কুকুরের মতো দেখতে একটি রোবটিক ক্যামেরা প্রযুক্তির উন্মোচন করা হয়েছে। নতুন এই প্রযুক্তি উন্মোচনের বিষয়টি সামাজিক যোগাযোগামাধ্যমে শেয়ার করে নাম রাখতে ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শহরে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য এসেছে। এটি হাঁটতে, দৌড়াতে, লাফ দিতে পারে। আপনার মনে হাসি আনতে পারে এবং একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।’


এরপর ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে লেখা হয়, আপনি কি আমাদের প্রিয় ছোট্ট বন্ধুর নামকরণে সাহায্য করতে পারেন? এই বিশেষ ক্যামেরা কুকুরকে এদিন খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। সম্প্রচারক ড্যানি মরিসন তার রসবোধের সঙ্গে রোবটটিকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই সাথে এই উচ্চ প্রযুক্তির সংযোজনকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন।শুধু তাই নয় নতুন মেশিনটির নাম রাখতেও বলেছেন তিনি।


এক পর্যায়ে মাঠে রোবট কুকুরের সঙ্গে মরিসনকে দৌড়তেও দেখা যায়। রোবট কুকুর সহজেই তাকে হারিয়ে দেয়। রোবট কুকুরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মরিসন হাঁফিয়ে ওঠেন। 


রোবট কুকুরটি দৌড়ে ও লাফ দিয়ে ভিডিও ধারণ করতে পারে। রোববার (১৩ এপ্রিল) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সাথেও রোবটটিকে আলাপচারিতা করতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল শুরুতে এটা দেখে বিভ্রান্ত হলেও মুম্বাই পেসার রিস টপলি ও হার্দিক পান্ডিয়াকে রোবটটির সঙ্গে মজা করতে দেখা যায়। রোবটটি হঠাৎ কুকুরের মতো দু'পায়ে উঠে দাঁড়ালে ভয় পেয়ে যান যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post