আগস্ট মাসে যেভাবে পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি

 

আগস্ট মাসে যেভাবে পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি

চলতি (আগস্ট) মাসে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। তবে, সেক্ষেত্রে অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করতে হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা পালন করা হবে। তাই দিবসটিকে কেন্দ্র করে সেদিন সাধারণ ছুটি থাকবে।

এ ছাড়া ৫ আগস্টের ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই। এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট যদি ছুটি ম্যানেজ করা যায় তাহলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের ঘোষণা দেয় সরকার।

দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post