নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।আজ বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার নাজিরপুরে জালাল মিয়ার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুরের জসিম উদ্দিনের ছেলে মো. সাজীব (১৮) ও কেন্দুরভাগ এলাকার শাহ্ আলমের ছেলে মো. সাকিব (২০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে বালুভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরে জালাল মিয়ার গ্যারেজের সামনে অন্য একটি ট্রাক দাঁড়ানো ছিল। দাঁড়ানো ট্রাকটির পেছনে বালুভর্তি ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দাঁড়ানো ট্রাকটি সড়কের পাশে পানিতে পড়ে যায়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের সহকারী সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাক কেটে তাঁদেরকে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যান।ওসি রুহুল আমিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post