শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী হাসপাতালে  


 


ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি (৪৫) ফজিলা খাতুন নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রুমা আক্তার।


বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ফজিলা খাতুন স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মনির মিয়া (৩০) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে মনির মিয়ার সঙ্গে তার স্ত্রী রুমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনির ঘর ছেড়ে চলে যান। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি ফিরে এসে চার বছরের ছেলে রোহানকে নিয়ে যেতে চান। এতে স্ত্রী রুমার সঙ্গে তার ফের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির তার শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটে ছুরিকাঘাত করেন। একই সঙ্গে স্ত্রীকেও আঘাত করেন।


এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া পরে ঘটনাস্থলে গিয়ে জামাতা মো. মনির মিয়াকে পাওয়া যাইনি। সে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post