ভিপি নুরের বক্তব্য নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ



গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকিস্বরূপ বক্তব্য দিয়েছেন। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।


শনিবার (২৪ মে) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২২ মে ২০২৫ তারিখে এক গণজমায়েতে ভিপি নুর বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ঠিক সেভাবেই ঝুলিয়ে দেওয়া হবে।’


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের প্রতি এ ধরনের বক্তব্য শুধু শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং তা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম স্তম্ভ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য অ্যাসোসিয়েশন আরও জানায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে আসছে। এ সময়ে কোনো বিশেষ মহলের স্বার্থে পুলিশের মনোবল ভাঙার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উল্লেখ করে, ‘গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের উসকানিমূলক বক্তব্য সমাজে বিদ্বেষ ছড়িয়ে শান্তি বিনষ্ট করতে পারে।’নয়।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post