এবার নিজের গুলিতেই প্রাণ গেল ভারতীয় সেনার


 

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ভারত-পাকিস্তান। এ ঘটনার পর এবার নিজের অস্ত্রের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।


এনডিটিভি জানায়, পুলিশ ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তার সহকর্মী এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চৌকিতে রোববার এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এই সৈনিক তেলেঙ্গানার বাসিন্দা ও সীমান্ত চৌকি সরোজে প্রহরীর দায়িত্বে ছিলেন।


ওই সেনার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, তা এখনও জানা যায়নি

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে দীর্ঘ সময় ধরে কঠোর দায়িত্বের চাপ সইতে না পেরে অনেক সেনা মানসিক অবসাদে ভোগেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post