ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বশির উদ্দিন (৫৪) নামের এক গরু ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি সিদ্ধি গ্রামের মৃত মুনতাজ শেখের ছেলে। কিন্তু মৃত্যুর পর তার জানাজা সম্পন্ন করতে বাধা দেন একাধিক পাওনাদার। এ ঘটনায় মৃত বশির উদ্দিনের পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। তারা প্রশাসনের সহযোগিতা চান। পরে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
শুক্রবার (২ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
এ বিষয়ে মৃত বশির উদ্দিনের পরিবার জানায়, এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তারা ভাবতেও পারেনি।
শৈলকুপা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ওহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুপক্ষের সঙ্গে আলোচনা করে মৃত বশির উদ্দিনের মরদেহ দাফন করা হয়েছে। এ ধরনের ঘটনা লজ্জাজনক ও অমানবিক। পাওনাদার ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দায়িত্বশীলতার অভাবে আজ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বশির উদ্দিনের ছেলে বাঁধন বলেন, আমরা শোকে ভেঙে পড়েছি, এর মধ্যে বাবার মরদেহ নিয়ে টানাটানি। জানাজা আটকে দিয়েছে পাওনাদাররা, এটা আমরা মেনে নিতে পারছিলাম না। প্রশাসনের সহযোগিতায় পরে মরদেহের জানাজা, দাফন-কাফন সম্পন্ন হয়।
বাঁধন আরও বলেন, আমার বাবার ব্যবসা কিছুদিন খারাপ যাচ্ছিল। তিনি বেশ কিছু মানুষের কাছে ঋণ নিয়েছেন। তবে আমার বাবার কাছে কে কত টাকা পাবে তার কিছুই আমি জানি না। এখন অনেকেই এসে মোটা টাকা দাবি করছেন। পাওনাদারদের অনেককে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। এমনকি বাবা জীবিত থাকতেও তাদের কখনো বাবার কাছে আসতে দেখিনি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আলোচনার মাধ্যমে মরদেহটি দাফন সম্পন্ন করা হয়েছে।
Post a Comment