ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যুশয্যায় মা

 


ফেনীর ছাগলনাইয়ায় মা লায়লা বেগমকে কৌশলে রুটি বানানোর কথা বলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে সাতটি কোপ দেয় ছেলে মামুন। গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন সেই মা। 


মঙ্গলবার (১৩ মে) উপজেলার দক্ষিণ সতর গ্রামে মামুন এ ঘটনা ঘটে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন একজন মাদক ও জুয়াসক্ত যুবক। সে প্রায়ই তার মায়ের কাছে টাকা চাইত। কিছুদিন আগে বিরক্ত হয়ে মা লায়লা বেগম মেয়ের বাড়ি চলে যান। আজ (মঙ্গলবার) সকালে তিনি বাড়ি ফিরলে আবার টাকা দাবি করে মামুন। মা অপারগতা প্রকাশ করলে সে ধারালো অস্ত্র দিয়ে সাতটি কোপ দেয়।


বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা মামুনকে আটক করেছি। তার মা লায়লা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি বলেও দাবি করেন তিনি।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post