আমাকে আক্রমণ করে লাভ নেই: উপদেষ্টা আসিফ 

 


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।


মঙ্গলবার (২০ মে) দুপুরে আশুলিয়ায় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উপস্থিত যুবদের উদ্যোক্তা হওয়ার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান তিনি।


তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না। ইশরাকের মেয়র হওয়া নিয়ে আইনি জটিলতা আছে। বিষয়টি নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। সেটা পেলে সিদ্ধান্ত নেব।


জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা বিষয়ে আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম ও পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক ও যুব প্রতিনিধিরা।


জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সম্পর্কে যুব ও যুব নারীদের অবহিতকরণ, প্রশিক্ষিত যুব ও যুব নারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলবন্ধন সৃষ্টি ও যুবদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে প্রতিবছর যুব সমাবেশ পালন করে আসছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।


Copied from: https://rtvonline.com/com/m/

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post