অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতি দল নয়। এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণতি হয়েছে। তাদের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে দ্রুত, তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছে, তৃণমূলে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হচ্ছে।
এনসিপির আহ্বায়ক বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, দেশটাকে ভারতীয় শাসকগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার অধিকার বঞ্চিত করা হয়েছিল। সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। গণতন্ত্র নামে বাকশাল কায়েম করা হয়েছিল।
তিনি বলেন, আমরা দেখেছি, কিছু সাংবাদিক প্রশ্ন করছে, শেখ হাসিনা গণহত্যাকারী কি না! সেই সব সাংবাদিকের উদ্দেশে বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর
00:01

Post a Comment