জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: শফিকুর রহমান


 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে। তারা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন,  বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন করতে হবে।

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত, অধিকার বঞ্চিত। একইসঙ্গে তারা  চাঁদাবাজদের জুলুমেরও শিকার।


তিনি বলেন, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। 


শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান শফিকুর রহমান।


সরকারের কাছে শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান জামায়াত আমির।  


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post