শ্রমিকদলের র‌্যালিতে অংশ নেওয়ায় হাকিমপুর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

 


মে দিবসে শ্রমিকদলের র‌্যালিতে অংশগ্রহণ করায় দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 


রোববার (৪ মে) সকালে তাকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিনাজপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হাসান।


তিনি বলেন, জনস্বার্থে রোববার সকালে তাকে স্ট্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গেল ১ মে শ্রমিকদলের একটি র‌্যালিতে ওসি সুজন মিঞা ব্যানার ধরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ভিডিওটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে।


ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হিলি চারমাথা মোড়ে শ্রমিকদলের কার্যালয় থেকে জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। শ্রমিকদলের ব্যানার সম্বলিত র‌্যালিতে প্রথম সারিতে মাঝখানে ওসি সুজন মিঞা এবং তার দুই পাশে বিএনপিসহ শ্রমিকদলের নেতাকর্মীদের দেখা যায়। সেই র‌্যালিতে এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে, শ্রমিকের রক্ত বৃথা যেতে দেবো না, এমন অসংখ্য দলীয় স্লোগান শোনা যায়। 


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, র‌্যালিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত পুলিশ সদস্যরা উপস্থিত থাকেন। কিন্তু মে দিবসে ওসি সুজন মিঞা পৌর শ্রমিকদলের ব্যানার হাতে ধরে র‌্যালির সামনের সারিতে অংশগ্রহণ করেন।


এদিকে বিরোধী রাজনৈতিক মতাদর্শের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ওসির কাছে অন্য দলের নেতাকর্মী নিরাপদ হতে পারে না। তাই সরকারের উচ্চপর্যায়ের উচিত, দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।


আমার বাংলাদেশ পার্টি (এবি)’র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞার দলীয় র‌্যালিতে অংশগ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। হাকিমপুর থানার ওসি পুলিশের পোশাক পরে শ্রমিকদলের র‌্যালির সামনের সারিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। একজন ওসি প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা। তিনি দলীয় ব্যানারে কোনো র‌্যালিতে থাকতে পারেন না। কিন্তু তিনি সেই কাজটিই করেছেন। সেক্ষেত্রে পেশাদারিত্বের নীতিমালা লঙ্ঘন করেছেন। তাই প্রশাসনের উচ্চপর্যায় থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি প্রত্যাশিত ছিল। 


হাকিমপুর থানা ওসি সুজন মিঞা বলেন, আমাকে হাকিমপুর থানা থেকে ক্লোজড করা হয়নি। তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। 


মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি একপর্যায়ে মিছিলে প্রবেশ করেন। এটি ভুলবশত হয়েছে। 


দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হাসান বলেন, জনস্বার্থে রোববার সকালে তাকে স্ট্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না, নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে। যেমন তার পেশাগত দক্ষতা, এলাকার পরিস্থিতি যাচাইবাছাই করে বদলি করা হয়। 


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post