তালিকা হচ্ছে নকলে সহায়তায় অব্যাহতি পাওয়া শিক্ষকদের


 

এবারের স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে শিগগির কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ তালিকা করা হচ্ছে।


সোমবার (৫ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তালিকা চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলে এ তথ্য পাঠাতে হবে


চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি কাজের জন্য কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বহিষ্কৃত কিংবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিবরণ উল্লিখিত ছক আকারে নির্ধারিত তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ই মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


অভিযোগ রয়েছে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকল বেড়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার অসুদাপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা বেশি। একই সঙ্গে নকল বা অসুদাপায় অবলম্বনে সহযোগিতার দায়ে কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বরখাস্তের সংখ্যাও বেশি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post